ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় তৎপর হয়ে উঠেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে তারা নদী ও উপকূলে দিন-রাত টহল দিচ্ছে।
মঙ্গলবার চাঁদপুর মোহনায় সংবাদ সম্মেলনে কোস্ট গার্ড ঢাকা জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লে. মো. রাফায়েল মনোয়ার উৎসব জানান, ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, পরিবহন, বিক্রি ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
তিনি বলেন, “আমরা শুধু টহল নয়, সচেতনতা কার্যক্রমও জোরদার করেছি। জেলেদের মধ্যে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভা করছি যাতে সবাই আইন মেনে চলে।”
রাফায়েল মনোয়ার আরও জানান, জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌবাহিনী ও পুলিশের সঙ্গে সমন্বয়ে অভিযান চলছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জেলেদের উদ্দেশে বলেন, “আজকের সংরক্ষণই আগামী দিনের প্রাচুর্য। আসুন, আমরা সবাই মিলে মা ইলিশ রক্ষায় এগিয়ে আসি।”
উপকূলীয় এলাকাগুলোতে ২৪ ঘণ্টা টহল অব্যাহত থাকবে। জরুরি প্রয়োজনে কোস্ট গার্ডের হেল্পলাইন ১৬১১১-এ যোগাযোগের অনুরোধ জানানো হয়।