রংপুরের তারাগঞ্জে উল্টো পথে আসা একটি যাত্রীবাহী বাসের চাপায় মোতালেব হোসেন (৩৫) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।
বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৫টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের ইকরচালী বাসস্ট্যান্ড এলাকায় ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা। নিহত মোতালেব নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী ভাই ভাই মুরাদ ক্লাসিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ উল্টো পথে ঢুকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দিয়ে বাসটি সড়কের পাশের একটি দোকানের সামনে থাকা পিলারে গিয়ে আটকে যায়।

এতে ইজিবাইক চালক মোতালেব হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয়রা গুরুতর আহত আরেকজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

দুর্ঘটনাস্থলের পাশেই ভাতের দোকান চালান আতিয়ার রহমান। তিনি বলেন,
"সকালে দোকান খোলার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ দেখি বাসটা হাই স্পিডে উল্টো লেনে ঢুকে একটা অটোরিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলেই একজন মারা যান।"

আরেক দোকান মালিক জিয়াউর প্রামানিক বলেন,
"এই স্ট্যান্ডে প্রায়ই দেখি উল্টো দিকে গাড়ি ঢুকে যায়। এর আগেও এমন দুর্ঘটনায় মানুষ মরেছে। কেউ দেখেও না, বলেও না কিছু।"

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন,
"দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। দুর্ঘটনাকবলিত বাস ও দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা জব্দ করা হয়েছে।"
তিনি আরও জানান, বাসচালক পালিয়ে গেছে, তবে তাকে ধরতে অভিযান চলছে।

দুর্ঘটনার পর সকাল সাড়ে ৯টা পর্যন্ত বাসটি রাস্তার পাশে আটকে থাকায় মহাসড়কের একাংশ সংকুচিত হয়ে পড়ে। এতে নতুন করে দুর্ঘটনার আশঙ্কাও দেখা দিয়েছে। ঘটনার পরপরই এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।