বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকেই কুয়াকাটা সমুদ্রসৈকতে বিরাজ করছে বৈরী আবহাওয়া। আকাশ মেঘাচ্ছন্ন, হালকা বৃষ্টি ও প্রবল বাতাসের মধ্যে উত্তাল হয়েছে সমুদ্র। এই প্রতিকূলতার মধ্যেও হাজারো পর্যটক নেমে পড়েছেন সমুদ্রে, আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করেছেন।

ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক দেলোয়ার হোসেন বলেন,
“উত্তাল ঢেউয়ের তোড়ে ভয় নয়, বরং অন্যরকম রোমাঞ্চ উপভোগ করছি। আমরা বন্ধুরা মিলে এসেছি এবং খুব মজা করছি।”

পুলিশ ও প্রশাসন মাইকিং করে বারবার সমুদ্রে না নামার জন্য সতর্ক করলেও অনেক পর্যটক তা মানছেন না। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক সাখাওয়াত হোসেন তপু জানান, “আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে পর্যটকদের আরও সচেতন হওয়া উচিত।”

জেলা আবহাওয়া কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।”