চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ে মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। সন্ত্রাসীদের হামলার শিকার দুই সাংবাদিকের জন্য ন্যায়বিচার দাবি করেন বক্তারা।
সভায় সভাপতিত্ব করেন সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সবুর শুভ। বক্তারা বলেন, “সাংবাদিকতার ইতিহাসই সংগ্রামের ইতিহাস। আজও রাষ্ট্রযন্ত্র ও পেশিশক্তির বিরুদ্ধে সাংবাদিকদের লড়াই চলছে।”
তারা অভিযোগ করেন, হামলাকারীরা দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় পাহাড় দখল ও চাঁদাবাজি করে আসছে। “প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, সাংবাদিকরা সংশ্লিষ্ট দপ্তরের সামনে অবস্থান নেবে।”
চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, “অপরাধী যত প্রভাবশালীই হোক, আইনের ঊর্ধ্বে নয়।”
রোববার (৫ অক্টোবর) দায়িত্ব পালনের সময় সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলার শিকার হন হোসাইন আহমেদ জিয়াদ ও পারভেজ রহমান। হামলাকারীরা তাদের ক্যামেরা ও মোবাইল ভাঙচুর করে।
পরে চট্টগ্রাম রিপোর্টার্স নেটওয়ার্কের পক্ষ থেকে পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়, যেখানে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।