কুমিল্লা-৬ (সদর-সিটি করপোরেশন-সেনানিবাস-সদর দক্ষিণ) আসনে মনোনয়ন না পাওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের সমর্থকরা মশাল মিছিলের মাধ্যমে বিক্ষোভ দেখান। সমর্থকরা মনোনয়নকে অবৈধ ও অন্যায় হিসেবে উল্লেখ করেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা নগরীর ধর্ম সাগর পাড় বিএনপি কার্যালয়ের সামনে থেকে শতাধিক নেতা-কর্মী হাতে মশাল নিয়ে মিছিল শুরু করেন। তারা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন, যার ফলে কান্দিরপাড় ও আশপাশের এলাকায় যান চলাচল কিছু সময় বন্ধ থাকে।
সমর্থকরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। তার মধ্যে ছিল—
- ভাইস্যা আসা নমিনেশন, মানি না মানবো না
- এই কুমিল্লার মাটি, ইয়াছিন ভাইয়ের ঘাঁটি
- সিন্ডিকেটের নমিনেশন, মানি না মানবো না
- লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে
মিছিলটি মাগরিবের নামাজের পর শুরু হয় এবং সন্ধ্যা ৭টা পর্যন্ত চলতে থাকে।
হাজী ইয়াছিন বলেন, গত ১৭ বছর ধরে দলের দুর্দিনে আমি সর্বোচ্চ সমর্থন দিয়ে আসছি। আমার নেতাকর্মীরা আমাকে বিপদে পাশে পেয়েছে। বঞ্চিত হওয়ার কারণে তারা হতাশ, আর তাই এই প্রতিবাদ। আমি আশা করি, দল এই বিষয়টি পুনর্বিবেচনা করবে।
এর আগে সোমবার রাতে ইয়াছিনের সমর্থকরা কুমিল্লা নগরীর পূবালী চত্বরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়। মঙ্গলবার সকালে ফের মহাসড়ক অবরোধের পরিকল্পনা থাকলেও পরে কর্মসূচি স্থগিত করা হয়।
সারাদেশে ২৩৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।
কুমিল্লা-৬ আসনে মনোনয়ন পেয়েছেন মনিরুল হক চৌধুরী, ইয়াছিন ও বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু প্রতিদ্বন্দ্বী ছিলেন। মনিরুল হক চৌধুরীর প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরের আমির কাজী দ্বীন মোহাম্মদ।