চাঁদপুরের হাইমচরে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে যৌথ অভিযানে অবৈধ কারেন্ট জাল ও ইঞ্জিনচালিত বোটসহ ১১ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় কোস্টগার্ড আউটপোস্ট নয়াআনি ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে লামছড়ি, কাটাখালী লঞ্চঘাট ও বারো তহবিল এলাকায় অভিযান পরিচালিত হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ইলিশের প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মাছ ধরা, পরিবহন, বিক্রি ও মজুদ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়ে নদী ও উপকূলে ২৪ ঘণ্টাব্যাপী টহল চলছে।

অভিযানে প্রায় ৭০ হাজার টাকার ২ হাজার মিটার কারেন্ট জাল ও একটি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করা হয়। আটক জেলেদের মধ্যে ৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
বাকি ৮ জনকে হাইমচর থানায় হস্তান্তর করা হয়েছে।
জব্দকৃত জাল ধ্বংস এবং বোট উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।